ফেনী যেহেতু আমার নির্বাচনী এলাকা তাই সরকার বৈষম্য মুলক আচরন করছে- খালেদা জিয়া।


ফেনী যেহেতু আমার নির্বাচনী এলাকা তাই সরকার বৈষম্য মুলক আচরন করছে- খালেদা জিয়া।

(২ জুলাই ২০১২):: সরকার এই এলাকায় তাদের দায়িত্ব পালন করছেনা ফেনী যেহেতু আমার নির্বাচনী এলাকায় তাই তারা বন্যা দুর্গত এলাকার ক্ষতিগস্থ দের জন্য কোন বরাদ্ব দেয়নি। আপনারা শুনেছেন তারা খুব অল্প পরিমান ত্রান বরাদ্ব দিয়েছে। পযাপ্ত ত্রান সামগ্রী বিতরন করেনি। সরকার বৈষম্য মুলক আচরন করছে। সরকার ঠিক ভাবে তাদের দায়িত্ব পালন করে নাই। আমরা যখন সরকারে ছিলাম তখন সারা দেশে সমান ভাবে উন্নয়ন মুলক কাজ করেছিলাম । দেশের সব বড় বড় ব্রিজ কালভাট আমরাই নির্মান করেছিলাম। গতকাল রোববার দুপুরে প্রথমে ফুলগাজী পরে পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় পৃথক পৃথক পথ সভায় বেগম খালেদা জিয়া বক্তব্য রাখেন। বেগম খালেদা জিয়া বলেন সরকারের দলীয় নেতারা নিয়ম নীতি না মেনে বিনা টেন্ডারে কাজ নিয়ে কোটি কোটি টাকা লুটপাট করছেন। আমি খবর নিয়েছি এখানে বিদ্যুত থাকেনা শুধু এখানে নয় দেশের সব জায়গায় বিদ্যুতের কি বেহাল দশা তা আপনারা দেখেছেন। দেশের মানুষ এখন কষ্টে আছে দিনে একবেলা খেয়ে কোন রকম দিন কাটাচ্ছে। খালেদা জিয়া বলেন আওয়ামীলীগ সরকার কোন ওয়াদা রাখেনি তারা শুধু লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে দেশে অরাজগতা সৃষ্টি করে ক্ষমতায় এসেছে তারা এসে দুনীর্তি লুটপাঠ করে যাচ্ছে। আওয়ামীলীগ সরকার কথায় কথায় বলে বিএনপি সরকার দুনীতি করেছে। বিএনপি কোন দুনীতি করেনি। বিএনপি শুধু উন্নয়ন করেছে। বিএনপির উন্নয়নের হিংসায় আওয়ামীলীগ ফখরুদ্দিন মঈন উদ্দিন কে ডেকে এনে সামরিক সরকার কায়েম করেছিল। আওয়ামীলীগ ফখরুদ্দিন মঈন উদ্দিনকে বলেছিল তাদের আন্দোলনের ফসল। সেটা কোন তত্বাবধায়ক সরকার ছিলনা সেটা ছিল অসাংবিধানিক অবৈধ এবং অগনতান্ত্রিক সরকার।সেটা ছিল জরুরীআইন সরকার। তারা তখন দেশে জরুরী আইন চালু করেছিল। মঈন উদ্দিনের আমলে যত কাজ হয়েছে সব কাজ অবৈধ। আমাদের বিরোদ্বে তারা মামলা দিয়ে হয়রানি করেছে অথছ আওয়ামীলীগের যত মামলা ছিল তারা পত্যাহার করে নিয়েছে। অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে আওয়ামীলীগ। যত অবৈধ সরকার আছে সৈরশাসক এরশাদকেও বৈধতা দিয়েছে আওয়ামীলীগ সরকার। আওয়ামীলীগ গনতন্তের সরকার নয় আওয়ামীলীগ হল গনতন্ত্র হত্যা কারী সরকার ও লুটপাট কারী সরকার। খালেদা জিয়া বলেন আগামী সংসদ নির্বাচনের আগে পার্লামেন্ট ভেঙ্গে না দিলে কঠোর আন্দোলন করা হবে। পরশুরাম উপজেলা বিএনপি সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে পথ সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , ফেনী ২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, ফেনী -৩ আসনের সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা মোশারফ হোসেন, সংষদ সদস্য বরকত উল্যাহ ভুলু,কেন্দ্রী মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা, আবদুল আওয়াল মিন্টু, মহিলা সংসদ সদস্য রেহানা আক্তার রানু। পথ সভায় পথ সভার পরিচালনা করেছেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবু তালেব। আরো বক্তব্য রাখেন ফেনী জেলা যুবদলের সভাপতি গাজী মানিক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন। মেজবাহ উদ্দিন, পথ সভা শেষে বেগম খালেদা জিয়া নিজ হাতে বন্যায় ক্ষতিগস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন। উপজেলা বিএনপি সুত্রে জানা গেছে পরশুরাম উপজেলায় ৩০ জনকে ১০ হাজার টাকা করে, এছাড়াও ৫ শ লুঙ্গি, ৫শ শাড়ী, ৫ কেজি করে দুইশ পরিবারকে চাউল বিতরন করেছে।

One comment on “ফেনী যেহেতু আমার নির্বাচনী এলাকা তাই সরকার বৈষম্য মুলক আচরন করছে- খালেদা জিয়া।

Leave a reply to rahmatullahbhuiyan Cancel reply